উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় রাজ্যের ছাত্রদের সাফল্য

গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অনুভব কিলিকদারের এই সাফল্যে বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীমান মানস দে সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী এবং ছাত্রছাত্রীগণ অত্যন্ত গর্বিত। তাদের এই সাফল্যের জন্য জেলা শিক্ষা দপ্তর ও আগরতলার এস ই আর টিতাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে।

এছাড়াও আরেকটি গৌরবময় সাফল্য এসেছে গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীদের থেকে। তারা জেলা ভিত্তিক রোল প্লে অ্যান্ড ফোক ডান্স প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজ্য পর্যায়ে সেরা হয়ে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৫ই জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে তারা বিচারকমণ্ডলী এবং দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব প্রশংসা অর্জন করেন। গত ১১ই জানুয়ারি ধর্মনগরে ফিরে এলে তাদের এই সাফল্যে সমগ্র রাজ্য আনন্দিত হয়।

১৩ই জানুয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে এই দুই সফল দলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে তাদের মনোবল এবং নিষ্ঠার ভূয়সী প্রশংসা করা হয়। তাদের এই অর্জন শুধু বিদ্যালয়কেই নয়, সমগ্র ত্রিপুরা রাজ্যকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Related Posts

মিয়ানমারের ৪.৭ মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, নাগাল্যান্ড সহ আসাম, এখনো হতাহতের খবর নেই, আতঙ্কে বহু মানুষ

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ মঙ্গলবার ভোরে হঠাৎ করেই কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। সকাল ৬টা ১০ মিনিটের সময় বহু মানুষ এখনো ঘুমের রাজ্যে। সেই সময় আচমকা কেঁপে ওঠে মাটি। প্রথমে…

শিলচর ডিসি অফিসে বাবু সিণ্ডিকেটের চাঁই সৌমিত্র নাথ ধর্ষণ অভিযোগে গ্রেফতার

বরাকবাণী প্রতিবেদন শিলচর, ৩০ সেপ্টেম্বরঃ শিলচর শহর কেঁপে উঠেছে জেলা কমিশনারের কার্যালয়কেন্দ্রিক এক নারীর প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায়। সরকারি দফতরের ভেতরেই যখন নারী সহকর্মী নিরাপদ নন, তখন সাধারণ মানুষের ন্যায়বিচার…