• Blog
  • January 14, 2025
  • 48 views
ফুড প্রসেসিং ইডিপি প্রশিক্ষণের সফল সমাপ্তি আরসেটি কাছাড়ে

পিএনবি আরসেটি কাছাড়ে ফুড প্রসেসিং সেক্টরের উদ্যমি মনোভাব প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি হয়েছে। ৪ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণে বেকার যুবক-যুবতীদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য জানান, আগামী দুই বছরে এই ব্যাচের সবাইকে স্বনিযোজন হতে এবং ঋণের জন্য সহায়তা করবে আরসেটি।

  • Blog
  • January 14, 2025
  • 42 views
ভারতীয় জাতীয় কংগ্রেসের সোনাই ব্লক কমিটির মণ্ডল কমিটিগুলির পুনর্গঠন শুরু

সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাই ব্লক কংগ্রেসের অধীনে গাঁও পঞ্চায়েত এলাকায় মণ্ডল কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় দিদারখুশ ও নগদীরগ্রাম চান্দপুর মণ্ডল কমিটি গঠন করা হয়েছে, এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আরও কমিটি গঠন করা হবে। কংগ্রেস নেতা আক্তার হুসেন বড়ভুইয়া জানিয়েছেন, সোনাই ব্লকে এবারও কংগ্রেসের প্রার্থীরা অধিকাংশ আসনে জয়ী হবে।